Monday, 22 October 2012

Shyapur Thanar Durga Puja 2012

প্রত্যেক ছবির নীচে বিবরণ রয়েছে





শ্যামপুর থানার এক বিখ্যাত পূজা মন্ডপ শ্যামপুর বি.ডি.ও অফিসের কাছে ‘শ্যামপুর গ্রামবাসীবৃন্দ আমরা সবাই’-এর পরিচালনায় এবারের সার্বজনীন দুর্গাপূজা ৭০তম বর্ষে পদার্পণ করল।




শ্যামপুর ভোলানাথ মার্কেটের ‘শ্যামপুর থানার স্বর্ণ শিল্পী সমিতি ও ভোলানাথ মার্কেটের ব্যবসায়ী সমিতির’ উদ্যোগে আয়োজিত সার্বজনীন দুর্গোৎসব।





শ্যামপুর রাখালদাস মার্কেটের ‘নারিকেলবাড় দুর্গাপূজা কমিটি’র উদ্যোগে আয়োজিত ৪৫তম বর্ষের সার্বজনীন দুর্গোৎসব।




শ্যামপুর ব্যবসায়ী সমিতি ও হকার্স এ্যসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শ্যামপুর ফুটবলমাঠের সার্বজনীন দুর্গোৎসব।




এটি রাখালদাস মার্কেটের দক্ষিনে আরো একটি দুর্গাপূজা যা প্রতিমা শিল্পী নিজেই আয়োজন করে থাকেন।




রাধাপুর হাট ব্যবসায়ী কল্যান সমিতি ও গ্রামবাসীবৃন্দের পরিচালনায় ৭৪তম সার্বজনীন দুর্গোৎসব। দশমী তিথিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।






রাধাপুর ফুটবল মাঠের সার্বজনীন দুর্গোৎসব।






সিস্টার নিবেদিতা সংঘের দেউলির সার্বজনীন দুর্গোৎসব।






শ্যামপুর থানার অন্তর্গত লক্ষ্মীবাজারের আমরা সবাই এর পরিচালনায় ২০১২ সালের সার্বজনীন দুর্গোৎসব।


গোবিন্দপুরের সার্বজনীন দুর্গোৎসব।





বরাগাছি দেওয়ান তলার 'বরাগাছি বাজার কমিটি ও গ্রামবাসীবৃন্দ'-এর পরিচালনায় সার্বজনীন দুর্গোৎসব। এই বছর ৬১ তম বৎসরে পদার্পণ করল।




বারগড়চুমুক দাস পাড়ার সার্বজনীন দুর্গোৎসব। 'টাইটানিক জাহাজ'-এর আদলে মণ্ডপটি সজ্জিত হয়েছে।




ঘোষপুর কোলিয়া ব্যবসায়ী সমিতি পরিচালনায় সার্বজনীন দুর্গোৎসব।




গোবর্দহ আমরা সবাই-এর পরিচালনায় সার্বজনীন দুর্গোৎসব।




মহেশ্বরপুর চৌরাস্তার (বালিচাতুরী) সার্বজনীন দুর্গোৎসব।



মুনলাইট ক্লাব ও ব্যবসায়ী সমিতির পরিচালনায় ৫৮গেটের সার্বজনীন দুর্গোৎসব।



নবগ্রাম যুব সংঘ-এর পরিচালনায় এবারে সুবর্ণ জয়ন্তী শারদোৎসব পালিত হল।



নবগ্রাম রাধাকৃষ্ণ আশ্রমের সার্বজনীন দুর্গোৎসব।




ওপরের তিনটিই সাপুরের সার্বজনীন দুর্গোৎসব।



সৈয়দপুর ভাই ভাই মিলন সংঘের সার্বজনীন দুর্গোৎসব।..




No comments:

Post a Comment