Saturday, 7 December 2013

১৯তম শ্যামপুর ক্রিকেট টুর্নামেন্ট-২০১৩- পরিঃ- শ্যামপুর নিউ তরুণ সংঘ

শহীদ ক্ষুদিরাম বসু ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম-জয়ন্তী উৎসব উপলক্ষ্যে শ্যামপুর নিউ তরুণ সংঘের পরিচালনায় শ্যামপুর হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ৫ দিন ব্যাপী ১৬ দলের নক আউট ক্রিকেট টুর্নামেন্ট।

Shyampur Krishi Mela-2014, শ্যামপুর কৃষি মেলা - ২০১৪

শ্যামপুর নিউ তরুণ সংঘের পরিচালনায় প্রতি বছরের মত আগামী ২০শে জানুয়ারী, ২০১৪ থেকে ২৬শে জানুয়ারী, ২০১৪ অনুষ্ঠিত হতে চলেছে 'কৃষি হস্ত শিল্প মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান'।